ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নের উদ্যোগে কোলাঘাট ব্লকের মিহিটিকিরি গ্রামে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ,রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মিহিটিকিরি গ্রামে বর্তমান লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ালো BJMTU বা ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ন।এদিন ১০০ জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন ৫০ টি পরিবার BJMTUতে যোগদান করেন যোগদান করেন।এদের দলীয় পতাকা তুলেদেন BJMTU নেতা কাজল আলি।কাজল বাবু জানান,লকডাউন পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী ও ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে দলীয় ভাবে।আগামী দিনও মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানান।
No comments