শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: করোনা ভাইরাস আতঙ্কে দুর্বিপাকে পড়া সাধারণ মানুষ অনেকটাই অসহায়। আর সেদিকে তাকিয়েই স্বামীজির তিরোধান দিবসের পুন্য দিনকে সামনে রেখে এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল বালুরঘাট রামকৃষ্ণ মিশন। আজ তারা তপন এলাকার বালাপুর, অর্জুনপুর, তিলোন, সাকরাইল সহ বেশ কয়েকটি গ্রামের অসহায় মানুষজনদের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিলি করে। সকাল থেকেই রামকৃষ্ণ মিশনের লোকজন তাদের খাদ্য সামগ্রীর প্যাকেট নিয়ে তপনে হাজির হন। তপনে তাদের মিশনের তরফে বিবেকানন্দ পাঠাগার কেন্দ্র আগে থেকেই ছিল। যেহেতু আজ স্বামীজির তিরোধান দিবস তাই তার নামাংকিত পাঠাগারের প্রাংগনকেই এই মহৎ কাজের জন্য উদ্যোক্তারা বেছে নিয়েছিলেন। সেখান থেকেই তারা এই সব গ্রাম গুলিতে করোনা র লকডাউনের জেরে অসহায় ভাবে দিন কাটানো মানুষজনদের মধ্যে তাদের জন্য নিয়ে আসা খাদ্য সামগ্রীর প্যাকেট গুলি তুলে দিয়ে রামকৃষ্ণ মিশনকে ধন্য করেছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
No comments