কোলাঘাট ব্লকের নহলা গ্রামে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বাড়ি বাড়ি চলল প্রচারাভিযান
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: কোলাঘাট ব্লকের নহলা গ্রামে আজ সকাল থেকে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বাড়ি বাড়ি চললো প্রচারাভিযান।রাজ্যসরকারের উন্নয়নমূলক কর্মসূচী জনমানসে প্রচারের উদ্দেশ্যে চলে এই বিশেষ কর্মসূচী।এদিন এই প্রচারাভিযানে অংশ নেন কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, জেলাপরিষদ সদস্য গৌরমোহন দাশ ঠাকুর, তৃনমূল নেতা সুরজিৎ মান্না,অসীম মাজী,তরুন ঘোড়াই, সেক রেজ্জাক সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।এদিন রাজ্যসরকারের উন্নয়নমূলক কর্মসূচী সবুজসাথী,রূপশ্রী,যুবশ্রী, সমব্যথী সহ একাধিক প্রকল্প নিয়ে বাড়িবাড়ি প্রচার করা হয় পাশাপাশি বর্তমান সময়ে করোনা সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তাও এদিন দেওয়া হয়।
No comments