কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের উপর মাদ্রাল মোড়ের কাছে ভোর রাতে ব্যাবসায়ীদের থেকে ছিনতাই বাড়ছে উদ্বেগ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ভাটপাড়া থানার অন্তর্গত বেলঘড়িয়া কল্যানী এক্সপ্রেসওয়ের মাদরাল মোড়ের কাছে আজ ভোররাত থেকে কাক ভোর পর্যন্ত দফায় দফায় পথচারীদের থেকে বন্দুক ঠেকিয়ে ছিন্তাই। এক সপ্তাহে এই নিয়ে ৪ বার এইরকম ছিন্তাইয়ের ঘটনা ঘটল। আতংকে এলাকাবাসী।
ভোররাতে মাছ ব্যবসায়ীরা যায়। তাদের কাছে কম বেশী টাকা থাকে। লকডাউনের জন্য অনেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ছিন্তাইবাজরা। ভাটপাড়া থানার পুলিশের ওপর এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে। তারা হাইরোডে টাকা তোলা ও পুকুর ভরাট দেখতে ব্যস্ত।
No comments