Recent comments

ads header

Breaking News

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার থেকে ২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে তপন থানার চকবৃন্দাবন এলাকায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: কম্পিউটার শিক্ষক পদে চাকরি পাইয়ে দেবার নাম করে এক মহিলার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা নেবার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার চকবৃন্দাবন এলাকায়।  এব্যাপারে ওই অভিযুক্ত যুবক ইরফান মন্ডলের নামে তপন থানায় অভিযোগ জানিয়েছেন ওই এলাকার প্রতারিত দিলরুবা খাতুন বিবি। 

তপনের চকবৃন্দাবন এলাকার বাসিন্দা  ওই অভিযোগকারিনীর অভিযোগ  গত ২০১৮ সালে তিলোন হাইস্কুলে কম্পিউটার শিক্ষক পদে চাকরি পাইয়ে দেবার নাম করে ওই অভিযুক্ত তার কাছ থেকে প্রায় দুই লক্ষ  ( ১,লক্ষ  ৯০ হাজার)টাকা নেয়। কিন্তু দীর্ঘ দিন পার হয়ে গেলেও সে তাকে চাকরি পাইয়ে  দিতে পারেনি।  পরে তার কাছে এব্যাপারে দেওয়া ওই পরিমান টাকা ফেরত চাইলে সে বেশ কিছুটা সময় চেয়ে নেয়। বিষয়টি প্রমান হিসেবে রাখতে সে সময় তার কাছ থেকে দশ টাকার স্ট্যাম্প পেপারের উপর ফেরত দেবার তারিখ ৯/৯/১৯১৯ সহ লিখিয়ে নেওয়া হলেও। সে আজ পর্যন্ত সেই টাকা ফেরত দেয় নি বলে অভিযোগকারিনী জানান।  এরপরেই সে গতকাল তপন থানায় গিয়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত কিছু  লিখিত ভাবে পুলিশের কাছেভ অভিযোগ জানিয়েছেন বলে দিলরুবা খাতুন বিবি।  যদিও অভিযুক্ত কে  খুজে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায় নি।  অপরদিকে তপন থানা সুত্রে জানা গেছে পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করছে।

No comments