কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান,করোনা সচেতনতা ও সুগার নির্নয় শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
করোনা সংক্রমন রোধে বৃহস্পতিবার বিকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কন্টেনমেন্ট জোন গুলিতে লকডাউন করেছে রাজ্য সরকার।পূর্ব মেদিনীপুরেও ১২টি এলাকায় চলছে লকডাউন।সেই আবহের মধ্যেই মানুষের মধ্যে আরো বেশী করে এই মারন ভাইরাসের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো কাঁথি লায়ন্স ক্লাব।কন্টাই ওয়েসিস নামের এক এনজিওকে সাথে নিয়ে শনিবার কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ।দুই সমাজসেবী সংগঠনের উদ্যোগে পাশে এসে দাঁড়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড ব্যাবসায়ী সমিতি ও এইচডিএফসি ব্যাঙ্কের কাঁথি শাখা ।
কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুবিমল মাইতি এই শিবিরের উদ্বোধন করেন ।লায়ন্স ক্লাবের মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন শান্তনু গিরি জানিয়েছেন করোনা সচেতনতার পাশাপাশি এই শিবিরে রক্তদান ও রক্তের সুগার নির্নয় করা হয় ।
শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান,কাঁথি লায়ন্স ক্লাবের সদস্য তথা প্রাক্তন কাউন্সিলার জগদীশ দীন্ডা,কন্টাই ওয়েসিস এর সভাপতি প্রীতিরঞ্জন মাইতি,সম্পাদক সোমনাথ মান্না,কাঁথি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন সভাপতি বারিদবরন মন্ডল,বিশিষ্ট সমাজসেবী হরিসাধন দাস অধিকারী প্রমুখ।
শ্রী গিরি জানিয়েছেন শিবিরে করোনা সংক্রমন ভাইরাস সম্পর্কে সচেতন করেন ডা: জিকে ঘোষ।এছাড়াও ক্লাবের সম্পাদক তপন সাহু সহ কমলেশ মাইতি,রাজকুমার দুয়ারী,ইন্দ্রনীল সামন্ত,চম্পক ভট্টাচার্য প্রমুখ সদস্য থার্মাল গানের মাধ্যমে শিবিরে আসা মানুষদের তাপমাত্রা পরীক্ষা করেন ও তাঁদের হাতে মাস্ক-স্যানিটাইজার তুলে দেন ।ক্লাবের প্রাক্তন সভাপতি ডা:গৌতম জানা,অশোক নন্দের নেতৃত্বে প্রতিষ্ঠাতা সদস্য অনিল পন্ডিত,কোষাধ্যক্ষ রজন সাহু প্রমুখ বহু মানুষের সুগার নির্নয় করেন ।কাঁথি লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন মধুসুদন দাস অধিকারীর নেতৃত্বে ও কন্টাই ওয়েসিস এর সদস্যদের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।শিবিরে ৫১ জন রক্তদান করেছেন।করোনা আবহের মধ্যেও এমন ধরনের শিবিরের আয়োজন করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে আয়োজক সকল সংস্থার ভূয়ষী প্রশংসা করেছেন কাঁথি পৌরসভার প্রশাসক সৌম্যেন্দু অধিকারী।
No comments