দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনায় সংক্রমিত হলেন ৩৯ জন
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে সংক্রমিত হলেন ৩৯ জন। এর মধ্যে জেলা সদর, শহর বালুরঘাটেই সংক্রমিত হয়েছেন ১৮ জন। বালুরঘাট গ্রামীণ এলাকায় একজন।এছাড়াও গংগারাম পুরে একজন, কুমারগঞ্জে ৬ জন, হিলিতে দুই জন, কুশমন্ডিতে তিনজন, হরিরামপুরে ৪ জন, বুনিয়াদপুরে ৪ জন সংক্রমিত হয়েছেন। এদিন রাতে এমনই রিপোর্ট এসেছে মালদা মেডিক্যাল কলেজের পরীক্ষাগার থেকে। আক্রান্ত দের গত ১১ জুলাই সোয়াব সংগ্রহ করে, পরীক্ষার জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকেই এদিন এই ৪০ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। বালুরঘাটের খাদিমপুরে দুই জন, হিন্দি স্কুল পাড়া, বিজেপি মোড়, বটতলা, বেল তলা পার্ক, পাওয়ার হাউজ, ডাকরাতে একজন করে ও একটি ব্যাংকের ১০ জন কর্মী কোভীড পজিটিভ হয়েছেন। বালুরঘাট ব্লকের কুরমাইলে একজন সংক্রমিত হয়েছেন। কুমারগঞ্জের ডাংগারহাট ও মহিপুরে দুজন করে, এলেন্দারী ও বালুপারায় একজন করে সংক্রমিত হয়েছেন। বুনিয়াদপুরের পিরতলা,জোর দিঘি, বরাইল, হাট পুকুরে একজন করে, গঙ্গারামপুরে সুকদেবপুরে একজন, হরিরামপুরে চারজন, কুশমন্ডিতে তিনজন এবং হিলিতে দুইজন সংক্রমিত হয়েছেন। এদিনের আক্রান্তদের অধিকাংশেরই কিন্ত ভ্রমনের ইতিহাস ও উপসর্গ নেই বলে জানা গেছে। নতুন সংক্রমিতদের মধ্যে সরকারি কর্মী, সাস্থ্য কর্মী, আদালত কর্মী, ব্যাংককর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের ৩৯ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০জন। জেলার দুজন বাসিন্দার মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৬৫ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন আক্রান্তদের সেফ হাউজে বা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্যে আনবার প্রক্রিয়া শুরু হচ্ছে।
No comments