Recent comments

ads header

Breaking News

প্রতিবছরের ন্যায় এবারও মাধ্যমিকে নজরকাড়া ফল করল বর্ধমান আল-আমীন মিশনের ছাত্র ছাত্রীরা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার পোলেমপুরে  অবস্থিত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।  প্রতিষ্ঠানের নাম বর্ধমান আল-আমীন মিশন।  এই প্রতিষ্ঠান প্রথম পথ চলা শুরু করে ২০০০ সালে মাত্র ৬ জন পড়ুয়া কে নিয়ে।  বর্তমানে পূর্ব বর্ধমান আল-আমিন মিশনের পড়ুয়া সংখ্যা প্রায় ১৫০০ জন।  চলতি বছরে পূর্ব বর্ধমান আল আমিন মিশন থেকে ৮০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসে।  তাদের মধ্যে ৩০ জন ছাত্র-ছাত্রী স্টার মার্কস,  ৬৫ জন ফার্স্ট ডিভিশন,এবং বাকি দুজনের মধ্যে একজন প্রথম স্থান বাকি অন্যজন   দ্বিতীয় স্থান দখল করে এই প্রতিষ্ঠানের নিরিখে।  নিরিখে।  বলাই বাহুল্য মাধ্যমিকে পূর্ব বর্ধমান আল-আমীন মিশন এর পরীক্ষার্থীদের জয়জয়কার।  সকলকে বিস্মিত করেছে এইবারের বর্ধমান আল-আমীন মিশন এর মাধ্যমিক পরীক্ষার ফল।  ধারাবাহিকভাবে ছাত্র-ছাত্রীদের এই অসামান্য সাফল্য বর্ধমান আল-আমীন মিশন এর উৎকর্ষতা কি প্রমাণ করলো আরো একবার।  বিশেষ করে সহায়-সম্বলহীন দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই মিশন জীবনযুদ্ধের আশ্রয় ভূমিতে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানে  প্রথম স্থান অধিকার করেছে  সেখ নাসিমুদ্দিন, বাড়ি খাগড়াগড়, বর্ধমান, প্রাপ্ত নাম্বার ৬৩৬।  দ্বিতীয় স্থান অধিকার করেছে সেখ সালমান, বাড়ি লাভপুর, বীরভূম, প্রাপ্ত নাম্বার ৬৬১।

No comments