দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে প্রায় হাজার মানুষ যোগ দিল বিজেপিতে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: আনলক ২ শুরু হতে না হতেই আগামী বিধানসভা ভোটের আগে দক্ষিন দিনাজপুর জেলায় বিজেপি দলে যোগদান পর্ব নতুন মাত্রা পেয়েছে। আজ জেলার হরিরামপুর ব্লকে প্রায় ২০০০ হাজার জন বিভিন্ন দল ছেড়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বর প্রতি কুর্নিশ জানিয়ে বিজেপি দলে যোগ দিলেন। সম্প্রতি ভারত - চীন সীমান্ত লে ' তে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর গলওয়ানে শহিদ দেশের বীর বলবান জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো ও চিনকে কড়া বার্তা দেওয়ার কৌশলের প্রতি মোহিত হয়েই অন্য দল ছেড়ে দলে দলে বিজেপি তে যোগদান বলে জানিয়েছে তারা।পাশাপাশি কয়েক দিন ধরে জেলায় ক্রমেই তৃনমুল, বাম ও কংগ্রেস দল থেকে বিজেপি তে যোগ দেওয়ার কারনে জেলায় আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপি তাদের পা শক্ত জমি র উপর দাড় করিয়ে নিতে পারছে। উল্লেখ থাকে জেলার একমাত্র লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও জেলার বিধানসভার ৬ টি আসনের কোনটি তাদের দখলে নেই। সেদিকে লক্ষ রেখেই দ্রুত তারা তাদের জমি শক্ত করতে ব্যাস্ত।
No comments