রেলের বেসরকারিকরনের সিদ্ধান্তের প্রতিবাদে বালুরঘাটে তৃণমূলের অবস্থান বিক্ষোভ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট :কেন্দ্রীয় সরকারের রেলের বেসরকারি করনের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃনমুল কংগ্রেস।আজ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দু জায়গাত পালা করে তৃনমুলের নেতা ও কর্মী সমর্থকেরা এই বিক্ষোভে সামিল হয়। বালুরঘাট রেল স্টেশন চত্বরে বিকেল ৪ টাতে যখন দলের একাংশের নেতা কর্মীরা কেন্দ্রের এই নীতি অবিলম্বে বাতিল করার দাবিতে বিক্ষোভ ও বক্তব্য রাখছেন। ঠিক তখন বালুরঘাট শহরের অপর প্রান্তে বালুরঘাট থানা মোড়ে একই দাবিতে বালুরঘাট টাউন তৃনমুল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন চলে। দু জায়গাতেই এই বিক্ষোভে দলের কর্মী সমর্থকেরা ভালই ভীড় জমান। যদিও বিরোধী দল বিজেপি এই বিক্ষোভ প্রদর্শনকে পাত্তা দিতে নারাজ তাদের দাবি দেশের ভাল মন্দ ভাবনা নিয়েই মসনদে যিনি বসে আছেন সেই নরেন্দ্র দামোদর দাস মোদীর উপর দেশের ১৩০ কোটি লোক ভরসা রেখেছেন। সুতরাং বিধানসভা ভোটের বাজার গরম ও আমফান ও করোনার ব্যার্থতা থেকে বাংলার মানুষের চোখ ঘোড়াতেই তৃনমুল রাস্তায় নেমেছে। মানুষ সব বোঝে ২০২১ এর ভোট বাক্সে তারা এর উচিত জবাব দেবে বলে জেলা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানান।
No comments