আমফান দুর্নীতির তদন্তের দাবিতে হাবড়ায় বিজেপির উদ্যোগে বিডিও অফিস অভিযান
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আমফান দুর্নীতি নিয়ে হাবরা পৌর মন্ডলের উদ্যোগে হাবরা জয়গাছি সুপার মার্কেট থেকে বিডিও অফিসে মিছিল সহকারে এসে হাবরা ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র নন্দীর কাছে ডেপুটেশন জমা দেন সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্য সহ-সভাপতি তনুজা চক্রবর্তীর নেতৃত্বে। এই ডেপুটেশন চলাকালীন বেশ কিছুক্ষণ যশোর রোড অবরোধ করে রাখেন বিজেপির কর্মী-সমর্থকেরা। শেষে শান্তনু ঠাকুর বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দুর্নীতিতে খাদ্যসচিবকে কেন সরিয়ে দিয়েছেন? সরানো উচিত ছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।
তনুজা চক্রবর্তী বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে সকলে হাবরার রূপকার বলছেন! কিসের ভিত্তিতে তিনি নব রূপকার! ওই ব্যাপারটা আমরা বুঝে নেব।
এদিন আগাম উত্তেজনার আঁচ করে হাবরা ১ নং বিডিও অফিস নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন ডিএসপি রোহেদ শেখ, হাবরা থানার আইসি গৌতম মিত্র সহ বিভিন্ন পুলিশের আধিকারিকরা এবং RAF বাহিনী।
No comments