পূর্ব বর্ধমানে ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ডাম্পারের সাথে বাইকে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনা পূর্ব বর্ধমানের,বর্ধমান আরামবাগ রোডের,বাদুলীয়া মোড়ের ঢিল ছোঁড়া দূরত্বে মনসা ডাঙ্গার। বেশ কয়েকদিন আগেও পথ দুর্ঘটনায় মারা যান দুই ব্যক্তি। ঘটনা ঠিক একই রোড যেটা বর্ধমান আরামবাগ রোড। এবার আবারও পথ দুর্ঘটনায় মারা গেল ২৮ বছরের এক যুবক। জানা যায় খণ্ডঘোষ ব্লকের এনায়েত নগরের বাসিন্দা ২৮ বছরের যুবক সেক আমির সোহেল। পিতা শেখ মহিউদ্দিন। বাইক নিয়ে বর্ধমান মুখে যাবার সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে আমির সোহেল নামক ওই বাইক আরোহী কে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। জানা গেছে পেশায় একজন এসি মেকানিক ছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সেহারাবাজার ট্রাফিক ওসি সুকুমার মন্ডল। ঘাতক ডাম্পারটিকে আটক করে তুলে দেন খন্ডঘোষ থানার হাতে।
No comments