কোলাঘাট থানার বোরডাঙ্গী গ্রামে একটি হোসিয়ারী কারখানায় আগুন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: রবিবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বোরডাঙ্গী গ্রামে একটি হোসিয়ারী কারখানায় হঠাৎই আগুন লাগে।তবে প্রাথমিক অনুমান ইলেকট্রিক সর্টসার্কিটের ফলেই বিপত্তি।আগুনের ধোঁয়া বেরোতেই এলাকায় আতঙ্ক ছড়ায়।প্রথমে স্থানীয় গ্রামবাসীরা হাতলাগায় আগুন নেভানোর কাজে।পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।পুরো কারখাবার বেশিরভাগ অংশই ভস্মীভূত হয় আগুনে।জানাগেছে বেশ কয়েকলক্ষ টাকার হোসিয়ারি কারখানার যন্ত্র ও হোসিয়ারী দ্রব্য নষ্ট হয়।
No comments