মেমারিতে বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, মেমারিতে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মেমারির নীলকুঠি গ্রাম। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলেকে। জানা যায় অভিযুক্ত ছোট ছেলের নাম তন্ময় সরকার ওরফে(তনু)। পিতা প্রভাস সরকার। পেশায় তিনি একজন চাষী। উক্ত পরিবারের বড় ছেলের নাম প্রণব সরকার। অভিযুক্ত তনময় সরকার রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত ছিল। পরিবার এবং প্রতিবেশী মারফত জানা যায়, তনময়ের বিপথে চলে যাওয়ার বিরুদ্ধে সব সময় সোচ্চার হতেন পিতা প্রভাস সরকার, আর তার ফলে সব সময় তনময়ের সাথে তার পিতা প্রভাস সরকারের বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার লকডাউনের দিনেও চাষের কাজে বেরিয়েছিলেন বাবা প্রভাস সরকার। পরে দুপুরে তিনি বাড়ি ফেরার পর ছোট ছেলের সাথে শুরু হয় অশান্তি, অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে ছোট ছেলে তনময়, ধারালো অস্ত্র দ্বারা পিতার প্রভাষ সরকারের গলায় কোপ মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়শুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রভাস সরকারকে মৃত বলে ঘোষণা করে। মেমারি থানায় খবর পৌঁছালে পুলিশ এসে পৌঁছায় নীলকুঠি গ্রামে, এবং দোষী তন্ময় সরকারকে গ্রেফতার করে নিয়ে যায় মেমারি থানায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবি করেছে মৃতের পরিবারসহ প্রতিবেশীরা।
No comments