কোলাঘাট বীট হাউস থানা এলাকায় প্রশাসনের উদ্যোগে চলল স্যানিটাইজেশনের কাজ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ক্রমশ বাড়ছে রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও।করোনা থেকে পরিবেশ জীবানু মুক্ত করার লক্ষে শুক্রবার কোলাঘাট এলাকায় দমকল বিভাগের সহায়তায় এবং কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে স্যানেরাইজের কাজে নামলো প্রশাসন।এদিন কোলাঘাট নতুন বাজার বাজার ও পুরাতন বাজার এলাকায় এবং কোলাঘাট বীট হাউস থানা এলাকায় চলে স্যানেটাইজের কাজ।প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
No comments