লকডাউন খুলতেই বালুরঘাট বাজারে উপচে পড়ল ভিড়
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: লকডাউন খুলতেই বালুরঘাট তহবাজারে উপচে পড়ছে ভিড়, মানা হচ্ছে না সোশ্যাল ডিসটেন্স।
রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রামন, গোষ্ঠীর সংক্রমণ রুখতে রাজ্য সরকার সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছে। বৃহস্পতিবার লকডাউনের পর শুক্রবার বাজার খুলতেই বালুরঘাট তহবাজারে উপচে পড়ছে ভিড়, মানা হচ্ছেনা সোশ্যাল ডিস্ট্যান্স এমনকি অনেকের মুখেই নেই মাক্স। করোনা সংক্রমণ যখন সারাবিশ্বে মহামারীর আকার নিয়েছে, সেই সময়ে এখনো সচেতন নয় বালুরঘাট শহরের একাংশ মানুষ।
No comments