তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বালুরঘাট বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: তিন মাসের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার বালুরঘাট বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখাল বিজেপি।কোভিড ১৯-এর সময় লকডাউনের পরিস্থিতিতে বিগত তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবি তুলল জেলা বিজেপি।আজ সোসাল ডিসটেন্স বিধি মেনে দুরত্ব বজায় রেখে তারা বিদ্যুৎ দফতরের অফিসের সামনে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখালেন। তাদের দাবি লকডাউনের জেরে তিন মাস বন্ধ ছিল কর্মপ্রতিষ্ঠান ও অনান্য জীবন জিবিকা । যার জেরে আয়ের পথ বন্ধ হয়েছে। এর উপর প্ৰতি মাসে বিদ্যুৎ বিলের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ।লকডাউন চলায় মানুষ দুর্দসাগ্রস্ত অবস্থ্যায় দিন কাটাচ্ছেন। এমত অবস্থ্যায় তাদের তিন মাসের বিদ্যুতের বিল অবিলম্বে মুকুব করতে হবে। না হলে তারা আরো বড়সড় আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেয় বিজেপি দলের জেলা নেতৃত্ব।এদিন স্থানিও বিদ্যুৎ দফতরের কর্তৃপক্ষকে স্মারকলিপিও দেওয়া হয় বিজেপির জেলা নেতৃত্বের তরফ থেকে।
No comments