Recent comments

ads header

Breaking News

রাজ্যের ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে উত্তর ২৪ পরগণা জেলা শহর বারাসাত জুড়ে চলছে কড়া পুলিশি নজরদারি

সৌভিক সরকার, নিউজ অনলাইন: কোভিড মোকাবিলায় রাজ্য তথা  বারাসাত জুড়ে  লক ডাউনের সিদ্ধান্ত সাঁড়াশির মত জাঁকিয়ে বসেছে  শনিবার। এদিন  রাজ্য জুড়ে প্রক্ষিপ্ত লক ডাউনের দ্বিতীয় দিনে  বারাসাত পৌরসভা এলাকা জুড়ে লক ডাউনের প্রথমদিন। ফলে ওষুধের দোকান বা জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। রাস্তাঘাট জনশূন্য।  পুলিশ প্রশাসনের নজরদারি জারী।তৃণমূল নেতা ও বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্সয়ের চেয়ারপার্সন  সুনীল মুখার্জী জানিয়েছেন   আগামী শুক্রবার পর্যন্ত বারাসাত জুড়ে সার্বিক লকডাউন সর্বাত্মক ভাবে বলবৎ যেন থাকে সেবিষয়ে পুলিশের সহযোগিতা নিয়ে তৎপর থাকবে বারাসাত পৌরসভা। শনিবারের চিত্র পরিষ্কার করে দিয়েছে মানুষজন ঘর থেকে বেরোচ্ছেন  না, দোকানপাট বন্ধ থাকায় জটলা দুরস্ত -সম্পূর্ণ নিস্তব্ধ বারাসাত।তথাপি কিছু মানুষ যাঁরা বেরিয়েছিলেন ও আইন ভেঙেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। 
বেলা এগারোটা নাগাদ বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী জানান, বারাসাতে পুলিশ এর ড্রোন এর মাধ্যমে নজরদারী  চালাচ্ছে বারাসাত জেলা পুলিশ। রাস্তাতেও পুলিশের নাকা চেকিং  লকডাউনের নির্দেশিকা  ভাঙার অপরাধে শতাধিক আইনভঙ্গকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments