সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানেও তৃণমূলের সাংগঠনিক রদবদল
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: একুশের বক্তৃতায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে, বিধানসভা ভোটের আগেই সংগঠনের বড়সড় রদবদল করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সেই কাজ সম্পন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক গঠন কাঠামো বদলে গেল অনেকটাই। রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমানের নতুন করে বিভিন্ন পদে দায়িত্ব পেলেন অনেকেই। পূর্ব বর্ধমান জেলার কো-অর্ডিনেটর পদে এলেন উজ্জল প্রামাণিক, সুভাষ মন্ডল এর পাশাপাশি গোলসীর বিধায়ক অলোক কুমার মাঝি। তিনটি বিধানসভার দায়িত্বে থাকছেন দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটরা। নতুন দায়িত্ব পাওয়ায়, এদিন বিধায়ক অলোক কুমার মাঝি কে সংবর্ধনা জ্ঞাপন করা হলো পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের তোড়কোণা বাজারে।অলোক কুমার মাঝিকে সংবর্ধনা জ্ঞাপন করলেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল কুমার দত্ত ছাড়াও কৈয়ড় গ্রাম পঞ্চায়েত প্রধান আগমনী দোলুই( চক্রবর্তী), প্রাক্তন পঞ্চায়েত প্রধান হীরা রাস, খণ্ডঘোষ ব্লক তৃণমূল নেত্রী ঝর্ণা পাল, বাচ্চু চক্রবর্তী, জীবন ভট্টাচার্য, রিপন মুন্সী সহ অন্যান্য কর্মী বৃন্দরা।
No comments