Recent comments

ads header

Breaking News

কোলাঘাট থানার যোগীবেড় গ্রামে লকডাউনের মধ্যেই সকাল সকাল বেশ কয়েকটি দোকানে চুরি

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার যোগীবেড় গ্রামে বেশকয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটল।শনিবার সকালে স্থানীয় মানুষজনের নজরে আসে বিষয়টি।যোগীবেড় গ্রামের পরপর বেশ কশেকটি দোকানের তালাভাঙা অবস্থায় লক্ষ্য করা যায়।তবে সবদোকান থেকেই দোকানের টাকাপয়সা খোয়া যায়।তবে পরপর তিনটি দোকানে এভাবে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শনিবার সকালে স্থানীয় এলাকায়।

No comments