Breaking News

রাজ্যের ঘোষিত দ্বিতীয় দিনের লকডাউনেও শুনশান জাতীয় সড়ক

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ শুরু হশেছে সকাল থেকে লকডাউন। রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরেও যথেষ্ট প্রভাব পড়েছে।জেলার বিভিন্ন জায়গার মতো কোলাঘাট ব্লক এলাকাতেও সমস্ত দোকানপাট বন্ধ।৬ নম্বর জাতীয় সড়ক শুনসান।একেবারে বন্ধের চেহারা নিয়েছে।কোথাও রয়েছে পুলিশি টহল।মানুষজন রয়েছেন গৃহবন্দী। সবমিলিয়ে সরকারী নিয়ম মেনে মানুষজন লকডাউন মানছেন রীতিমতো।

No comments