বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত স্বামী ও স্ত্রী
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন : পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত স্বামী ও স্ত্রী। পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, বড় গোপীনাথপুর গ্রামে বাড়ি ওই দুই মৃতের। মৃতদের নাম শোভন চ্যাটার্জি, বয়স(২৮) অপর জনের নাম সাথী চ্যাটার্জী, বয়স(২৪)। জানা যায় শোভন চ্যাটার্জি একটি বেসরকারি সংস্থায় কাজ করতো। বাংলায় গত জ্যৈষ্ঠ মাসে শুভ পরিণয় সম্পন্ন হয় তাদের। গতকাল ২৬ শে জুলাই সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বের হয় বাইকে চেপে স্বামী-স্ত্রী উভয়েই। সেহারাবাজারে কেনাকাটা সম্পূর্ণ করে বাড়ি যাওয়ার পথে মোগলমারি ও শ্রীধর বাজারের মধ্যস্থলে, একটি পাথর বোঝাই লরি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে তাদের। ধাক্কা মারার দরুন দুজনেই ছিটকে পড়ে রাস্তার উপরে। তারপর ওই পাথরবোঝাই গাড়ির চাকায় কোমরের নিম্নাংশ থেকে শরীরের সমস্ত অংশটাই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। খবর পাওয়া মাত্রই রায়না থানার পুলিশ সহ কর্তব্যরত ট্রাফিক এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং গুরুতর আহত দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় স্ত্রী সাথী চ্যাটার্জী এবং তারপর গভীর রাতে মারা যায় শোভন চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা যায় লরির চালক পলাতক হলেও ঘাতক লরিটি আটক করা হয়েছে। শোকের ছায়া নেমে আসে এলাকায়। গতকাল ঘটনার পরই, ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন, রায়না থানার ওসি পুলক মন্ডল।
No comments