তমলুক ব্লকের অন্তর্গত শালিকা গড়চক গ্রামে ভারতীয় জনতা ট্রেডইউনিয়নের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অন্তর্গত শালিকা গড়চক গ্রামে ভারতীয় জনতা ট্রেডইউনিয়ন বা BJMTU র উদ্যোগে আজ লকডাউন চলাকালীন মানুষজনদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আজ তুলে দেওয়া হলো খাদ্যসামগ্রী।এদিন এদিন শালিকা গড়চক গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী বেশকয়েকটি গ্রামের ১০০ র বেশী দুঃস্থ মানুষকে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।এদিন খাদ্যসামগ্রী তুলে দেন বি জে এম টি ইউর তমলুক জেলা সাংগঠনিক সভাপতি কাজল আলি।এছাড়াও এদিন কাজল বাবুর হাত ধরে বিজেপির শ্রমিক সংগঠনে ১০০ কর্মীসমর্থক এদিন যোগদান করেন।তাদের দলীয় পতাকা তুলে দেওয়া হয় এদিন।এদিন কাজল বাবু জানান,আসন্ন বিধানসভাকে পাখির চোখ করে BJMTU এগোচ্ছে।যাতে আবারো শাসকদল ভোটের সময় কোন সন্ত্রাস না করতে পারে সেই কারনেই এখন থেকেই সংগঠনকে মজবুত করা হচ্ছে।শাসক দলের ভোটের সময় যে কোন অন্যায়কে প্রতিহত করতেই জেলার বিভিন্নপ্রান্তে সংগঠনকে প্রসারিত করা চলছে এখন থেকে।তবে লকডাউন আলা থেকে সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্নপ্রান্তে মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে।আগামীদিনেও মানুষের পাশে থেকে কাজ করে চলবে ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ন,এদিন এমনই বার্তা দিলেন বি জে এম টি ইউ নেতা কাজল আলি।
No comments