খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রামে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আচমকা বজ্রপাতে মৃত্যু হল এক মহিলা খেতমজুরের। জানা যায় মৃত ওই মহিলার নাম সীমা বাগ। বয়স আনুমানিক ৪৫ বছর । বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রামে। পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের সহযোগিতায়, মৃত এবং আহত ব্যক্তিদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকাবাসী সূত্রে জানা যায় আজ দুপুরে সীমা বাগ সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য একই সাথে মাঠে যান চাষের কাজের জন্য। আর সেই সময় মুষলধারায় চলতে থাকা বৃষ্টিপাতের পাশাপাশি দুপুর ২ টা নাগাদ আচমকাই বজ্রপাত হয়, আর যার ফলেই ঘটনাস্থলে মারা যান সীমা বাগ। বাকি আরো দুইজন গুরুতর আহত হন আচমকা বজ্রপাতের ফলে। খন্ডঘোষ থানার পুলিশ ও এলাকাবাসীরা দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে মৃত এবং আহত ব্যক্তিদের উদ্ধার করেন। ঘটনার জেরে শোকের ছায়া দুবরাজহাট গ্রামে।
No comments