কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামে তৃণমূলের উদ্যোগে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা ও রক্তদান শিবির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামে অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো করোনা যুদ্ধে যে সমস্ত যোদ্ধা লড়ছেন,বিশেষকরে স্বাস্থ্যকর্মী,ভিলেজ পুলিশদের সম্বর্দ্ধনা জ্ঞাপন করা হলো আজ।এদিন সম্বর্দ্ধনা ছাড়াও এদিন রক্তদানের আয়োজন করাহয়।সমস্ত নিয়ম বিধি মেনে এদিন ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।এদিন রক্তদাতাদের মেহগিনি গাছ তুলে দেওয়া হয় বৃন্দাবনচক অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া,সহসভাপতি রসজকুমার কুন্ডু,জেলাপরিষদের মেন্টর অসিত ব্যানার্জী,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র,রীনা মাইতি সহ বিশিষ্টজনেরা।
No comments