টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিভিন্ন এলাকা
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
রবিবার রাতে থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকা। জানা গিয়েছে যে বিধাননগরের মিলনপল্লি আমবাড়ি,রবীন্দ্রপল্লি,পেটকি,খারলাইন এলাকা জলমগ্ন। কোথাও বেশি আবার কোথাও কম জল। যার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দা। এর পাশাপাশি বেশ কিছু চা বাগান থেকে শুরু করে আনারস বাগান জলে ডুবে গেছে। এই বিষয়ে আনারস চাষিরা জানিয়েছেন যে এমনিতেই করোনা কারণে লকডাউন জন্য আনারসের দাম নেই। আমরা টাকা ধার করে চাষ করেছি। সেই টাকা কিভাবে দিব আর কি করেই বা সংসার চালাবো ভেবেই পারছিলাম না। তার উপর আবার টানা বৃষ্টিতে গোটা বাগান জলে ডুবে গেছে। এখন যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছি না।
No comments