দিঘা নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৫
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: দিঘা নন্দকুমার জাতীয় সড়কে মারিশদা বেতালিয়া বাসস্ট্যাণ্ডের কাছে দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন যাত্রী।মৃত্যু হল এক অটো চালকের। পুলিশ জানিয়েছে মৃত উওম করন (৪৩)। মারিশদা থানার বেতালিয়া গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে মারিশদা বেতালিয়ার কাছে দাঁড়িয়ে থাকা লরির পেছনের ধাক্কা মারে যাএীবাহী অটো।মারিশদা থানার পুলিশ অটো সরিয়ে যানজট স্বাভাবিক করেন।অটো ও লরিটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
No comments