বর্ধমান দক্ষিণ কেন্দ্রের জন্য নবনিযুক্ত কো-অর্ডিনেটর তথা গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝিকে সম্বর্ধনা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন : শুক্রবার পূর্ব বর্ধমানের, সেহারাবাজারে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সঞ্জীব হাজরা নেতৃত্বে, নবনিযুক্ত বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্রের জন্য নবনিযুক্ত কো-অর্ডিনেটর তথা গোলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সকলে মাস্ক ব্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সংবর্ধনা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, খণ্ডঘোষ ব্লকের যুব সভাপতি সঞ্জীব হাজরা সহ আগত তৃণমূল যুব কর্মীরা। এদিনের অনুষ্ঠান থেকে নবনির্বাচিত জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন, "অল্পবয়সী যুবক-যুবতীদের রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে এবং আরো বেশি করে মানুষের সেবায় তাদের নিয়ে আসতে হবে"। অপরদিকে নবনিযুক্ত জেলা কো-অর্ডিনেটর তথা গোলসি বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি বলেন, " নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি খুশি, এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন, ভয়াবহ আম্ফানের সময় আমরা হাজার কোটি টাকার গল্পটা শুনেছিলাম, কিন্তু বাস্তবে সেটা দেখতে পেলাম না"।
No comments