এবারে উচ্চমাধ্যমিকে রহড়া রামকৃষ্ণ মিশনের আবার জয়জয়কার
সৌভিক সরকার, নিউজ অনলাইন: এবারে উচ্চমাধ্যমিকে রহড়া রামকৃষ্ণ মিশন আবার জয়জয়কার। ৬ জন ছাত্র ষষ্ঠ স্থান অধিকার করেছে। এই মিশন থেকে ষষ্ঠ স্থান অধিকারীদের মধ্যেই এক ছাত্র খড়দহ দক্ষিণ পাড়ার আবির শিকদার। আবিরের প্রাপ্ত নাম্বার ৪৯৬। ভবিষ্যতে সে অংক নিয়ে পড়াশোনা করতে চায়। ছোটবেলা থেকে পরীক্ষায় তেমন সাফল্য পায়নি আবির তবে এবার দৃঢ়প্রতিজ্ঞ ছিলো স্থান অধিকারের ক্ষেত্রে সে মতোই তার এই প্রাপ্ত নম্বর এমনটাই জানালো আবির সিকদার। আর আবিরের মা চিন্ময়ী সিকদার জানালেন ছেলের ইচ্ছাকে প্রাধান্য দেবেন তারা।
No comments