Recent comments

ads header

Breaking News

বালুরঘাট কোভিড হাসপাতালে একজনের মৃত্যুর খবরে চাঞ্চল্য

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট কোভিড হাসপাতালে একজনের মৃত্যুর খবরে চাঞ্চল্য। মৃত ওই ব্যক্তি বালুরঘাট বাসন্তী বাগান এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাতের অন্ধকারে করোনা রোগীর মৃত দেহ নিরবে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। তার কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও প্রকাশ্যে জানায়নি   জেলা স্বাস্থ্য দপ্তর। তবে এই রোগী করোনা পজিটিভ নিয়ে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে।

মৃতের স্ত্রী জানান গত মঙ্গলবার তার দেওর শ্বাসকষ্ট কারণে মারা যান বালুরঘাট হাসপাতালে। তড়িঘড়ি তার করোনা টেস্ট করে তাকে নেগেটিভ বলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শুক্রবারে তার স্বামী শ্বাসকষ্টজনিত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে শনিবার সকালে তাকে করোনা সন্দেহে নাটক উৎকর্ষ কেন্দ্রে জেলা স্বাস্থ্য দপ্তরের সেফহোম সেন্টারে রাখা হয়।  হঠাৎ করে কাল দুপুরে তিনি বাথরুমে যেতে গিয়ে পড়ে যান। অবশেষে তাকে কোভিদ হাসপাতালে উন্নতমানের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে রাতে তার মৃত্যু হয়। জেলার কোভিড হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় সারা শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

No comments