রাজ্যের ঘোষিত দ্বিতীয় দিনের লকডাউনে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কড়া পুলিশি নজরদারি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: সংক্রমণ রুখতে আজ বৃহস্পতিবার পর আজ ফের চলছে রাজ্যজুড়ে কড়া লকডাউন। রাজ্যের পাশাপাশি কড়া লকডাউন চলছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। শনিবার সকাল থেকে লকডাউন সফল করতে শহরজুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এমনকি যারা এখন রাস্তায় বের হচ্ছেন তাদেরকে আটকে সতর্ক করে বাড়ি পাঠাচ্ছেন পুলিশ।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলাতে কোরোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলায় চিন্তিত প্রশাসন। শুধুমাত্র বালুঘাট শহরের আক্রান্ত হয়েছে প্রায় ২৪০ জন। বালুরঘাটে এই সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। জেলাতেও ৯০০ গন্ডি পেরিয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এদিন বালুঘাট শহরের বিভিন্ন এলাকায় মোটর বাইকে করে বিশেষ অভিযান চালায় পুলিশ। শুধুমাত্র শহর নয় শহরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় লকডাউন সফল করতে পুলিশ রাস্তায় বেরিয়েছে।
No comments