লকডাউনের মধ্যে গোয়া থেকে আসা একদল পরিযায়ী শ্রমিক সহ বাস আটকে দিল পুলিশ
সৌভিক সরকার, নিউজ অনলাইন: গোয়া ফেরত এক দল পরিযায়ী শ্রমিকদের বাস আটকালো বিধাননগর পুলিশের বাগুইআটি ট্রাফিক গার্ডের কর্মীরা। ২৯ জন পরিযায়ী শ্রমিকের বাস আটকায় বাগুইআটি পুলিশ। শ্রমিকদের দাবি, তারা সমস্ত কাগজ পত্র নিয়ে এসেছে। গোয়া বোর্ডার, ওড়িশা বোর্ডার সবাই কাগজ পত্র দেখে ছেড়ে দেয়। কিন্তু কলকাতায় প্রবেশ করতেই তাদের বাস আটকে দেওয়া হয়।
No comments