শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতী
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনায় বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি নিমা নরবু ভুটিয়া। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে গত শনিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গজলডোবার তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে তাদের আটকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা সহ বেশকিছু অস্ত্রশস্ত্র। এই ঘটনা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম গৌতম মালি, রাজেন সরকার,খোকন অধিকারী,সুব্রত দেব, ভজন দাস। ধৃতরা ফাঁসিদেওয়া ইসলামপুর,শিলিগুড়ি ভক্তিনগর সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃতরা জেরায় স্বীকার করে যে শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এটিএম লুটের সঙ্গে এরা জড়িত। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের নামে আগের পুরানো মামলা রয়েছে। এরা মোট ১২টি এটিএমে হানা দিয়েছিল। এবং ধৃতদের সাত দিনের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞেসাবাসে দেখা যাক ধৃতরা আর কি কি অপরাধের সঙ্গে জড়িত।
No comments