করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। এদিন বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রথমে পৌঁছায় বিধাননগরের দলীয় অফিস কার্যালয়ে। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল ঘোষ বলেন যে আমি লকডাউনের সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু করেছি। কিন্তু শেষের দিকে কেমন করে যেন হাঠত করে হয়ে যায়। গত পাঁচ তারিখ আমি ডাক্তার,নার্স,আশা কর্মী,বিডিওদের করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করি। এরপর সেখান থেকে আসার পর ওই রাতে জ্বর মনে হয়। এবং করোনার উপসর্গ দেখা দেয়। এরপর ছয় তারিখে লালার নমুনা দেই। সাত তারিখে রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আমার উপর মহলে জানাই। এবং তারাই আমাকে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। কিন্তু আমার ভর্তি ও করোনার নিয়ে কিছু বন্ধুরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করল। বুঝতে পারলাম না কারণটা কি। আর করোনা হতেই পারে। এবং তিনি আরও বলেন যে আমাদের টিমের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দু একজনের উপসর্গ ছিল। তারাও দুই একদিনে বাড়িতে আসবে। আর এইটা নিয়ে অনেক ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে। এবং এক বন্ধু আমার সাথে ওঠাবসা করতো সেই বন্ধু সৌজন্য তা দেখালো না। বরং জল বন্ধ করার ব্যবস্থা করলেন। এবং মানুষকে উস্কানো হল। মানুষের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি করে দিল। এইটা ঠিক নয়। এইটা রাজনীতির জায়গা নয় রাজনীতি রাজনীতির জায়গায় হবে। আর একটা কথা বলতে চাই আমার সুস্থতার জন্য সব ধর্মের মানুষ প্রার্থনা করেছে। এর জন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। আর আমাদের রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয়।
No comments