আগামী সাতদিন ধরে বারাসাতে চলবে লকডাউন
সৌভিক সরকার, নিউজ অনলাইন: উত্তর চব্বিশ পরগনার বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে আংশিক লক ডাউনের জেরে বৃহস্পতিবার বেলা একটা থেকে স্তব্ধ দোকানপাট। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকায় শহরজুড়ে বন্ধের হাওয়া। গাড়ি ঘোড়া চলছে আনলক ফেসের অন্যদিন গুলির মতই ।কিন্তু গাড়িতে সওয়ারি জুটছে না জানিয়েছেন গাড়ি চালকরা । রাস্তায় লোকজনের উপস্থিতি বিশেষ নেই। বেলা দুটোর সময় বারাসাত শহরের প্রাণকেন্দ্র যে সমস্ত অঞ্চল সেখানে দেখা যায় সেখানে সারিবদ্ধ ভাবে দোকানপাট বন্ধ। উল্লেখ্য, মঙ্গলবার বারাসাত পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্স সর্বদলীয় বৈঠক ডেকে বৃহস্পতিবার থেকে আপাতত সাতদিন ধরে বেলা একটার পরে পৌরসভা অঞ্চল জুড়ে লক ডাউন রাখার সিদ্ধান্ত নেয়। তবে একইসঙ্গে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত কার্যত চায়ের দোকান ছাড়া সব দোকানপাট খোলা রাখার পৌরসভার প্রশাসনিক সিদ্ধান্ত কতটা কার্যকরী ও করোনা মোকাবিলায় উপযোগী হবে তানিয়ে সন্দীহান বারাসাতের দোকানদার ও সাধারণ নাগরিকবৃন্দ।।
No comments