হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে গোটা জেলার পাশাপাশি গঙ্গারামপুরে বিজেপির থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে গোটা জেলার পাশাপাশি গঙ্গারামপুরে বিজেপির থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি।চাঞ্চল্য গঙ্গারামপুর থানা চত্বরে। বুধবার প্রথমে গঙ্গারামপুর কালিতলা থেকে বের করা হয় একটি প্রতিবাদ মিছিলের। মিছিলটি গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে গঙ্গারামপুর থানার সামনে জমায়েত হয়। সেখানে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতা কর্মীরা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় থানা চত্বরে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য থানা চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী,রেফ ও সিভিক ভলেন্টিয়ার। এরপর ৪জনের এক প্রতিনিধি IC পূর্ণেন্দু কুমার কুন্ডুর সাথে দেখা করে বিভিন্ন দাবিতে ডেপুটেশন প্রদান করেন । এদিনের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি প্রদীপ সরকার,জেনারেল সেক্রেটারি স্বরূপ চৌধুরী,টাউন মন্ডল সভাপতি মণিরত্ন সাহা,ZP ৩ মন্ডল সভাপতি রঞ্জিত রায়,ZP ৫ মন্ডল সভাপতি মানিক বর্মন সহ অন্নান্য বিজেপি নেতৃত্বরা। প্রসঙ্গত গত সোমবার সকালে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়াদিঘী গ্রামে একটি বন্ধ দোকানের বারান্দার সিলিং থেকে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১২ঘন্টা বনধ পালন করে বিজেপি। সেই সঙ্গে বুধবার গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো বিজেপি। সেই সঙ্গে একাধিক বাড়িতে গঙ্গারামপুর থানার IC পূর্ননেদু কুমার কুণ্ডুকে ডেপুটেশন দিলো বিজেপি নেতৃত্বরা। বাইট মানিক বর্মন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির জেরে ব্যাপক চাঞ্চল্যের দৃষ্টি হয় থানা চত্বরে। বিক্ষোভ কর্মসূচি থেকে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি তোলেন বিজেপি নেতৃত্বরা।
No comments