দক্ষিন দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী শিব মন্দির সংলগ্ন এলাকায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ সিপিএম এর
সৌভিক সরকার, নিউজ অনলাইন: দক্ষিন দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী শিব মন্দির সংলগ্ন এলাকায় আজ রবিবার বিক্ষোভ দেখাল সিপিআইএম। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার অভিযোগ তুলে এদিন অবস্থান বিক্ষোভে নামে সিপিএম কর্মী সমর্থকরা। সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে এই অবস্থান বিক্ষোভ থেকে সিপিএম কর্মীদের দাবি, "পুরসভার হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা করতে হবে। ওই সমস্ত হাসপাতলে করোনা টেস্টের ব্যবস্থা রাখতে হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ঠিক করতে হবে। এই অবস্থান-বিক্ষোভ থেকে সিইএসসির পাঠানো ভুতুড়ে বিলেরও প্রতিবাদ করা হয়। এছাড়াও অন্যান্য দাবি-দাওয়া নিয়ে এই অবস্থান বিক্ষোভে সামিল হয় সিপিএম কর্মী সমর্থকরা।
No comments