রায়না ১নং ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেহারা সংলগ্ন বিভিন্ন জায়গায় করা হলো করোনা সংক্রান্ত সচেতনতার প্রচার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমান জেলার, রায়না ১নং ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেহারা সংলগ্ন বিভিন্ন জায়গায় করা হলো করোনা সংক্রান্ত সচেতনতার প্রচার। এদিন সেহারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাইকিং করে করা হলো সাবধানতা মূলক প্রচার। অযথা কেউ যাতে বাইরে বের না হয়, সর্বদা মাস্ক পরে নিজেদের জরুরী মূলক কাজে যাতে বের হয়, বারবার সাবান দ্বারা নিজেদের হাত ধুয়ে নেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে করা হলো মাইকিং করে প্রচার। দিনের পর দিন বেড়েই চলেছে মহামারির সংক্রমণ, তাই গ্রামবাসীদের সাবধান এবং সতর্ক করতেই সেহারা গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ।
No comments