তমলুক ব্লকের চকশ্রীরাধা গ্রামে ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়নের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ তমলুক ব্লকের চকশ্রীরাধা গ্রামে BJMTU বা ভারতীয় জনতা মজদুর ট্রেডইউনিয়ানের পক্ষ থেকে ১০০ দুঃস্থ মানুষজনদের দেওয়া হলে খাদ্যসামগ্রী।এদিন এই খাদ্যসামগ্রী তুলে দেন BJMTUজেলা নেতা কাজল আলি।কাজল বাবু জানান, লকডাউন পরবর্তী সময় থেকে জেলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।সোমবারও ঠিক একই ভাবে তমলুক ব্লকের চকশ্রীরাধা গ্রামে ১০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো।আগামীদিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া হবে বলে জানান কাজল বাবু।
No comments