তৃণমূলের উদ্যোগে বোরহাট বোতল বাড়ি পার্টি অফিসের পাশে আয়োজিত হল পথসভা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: গত কাল বর্ধমানের ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় শান্তনু চৌধুরী এবং তন্ময় ভট্টাচার্য এবং কর্মীবৃন্দের সহযোগিতায় ,দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিমবাংলার বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারকে অনুসরণ করে এবং তা পালনের লক্ষ্যে একটি পথসভা বোরহাট বোতল বাড়ি পার্টি অফিসের পাশে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা মিঠু সিংহ
বর্ধমান শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব মুখার্জি, বর্ধমান শহর যুব শক্তির কো-অর্ডিনেটর অর্পণ চট্টোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মেহেবুব মাস্টারমশাই।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অন্যতম দুই সমাজসেবক এস এম হক এবং এনামুল হক।
No comments