সেহারাবাজার কো অপারেটিভ ব্যাঙ্কের সামনে তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজ্যর কো অপারেটিভ ব্যাঙ্ক গুলোর ক্ষেত্রে অধিগ্ৰহন ও ছোট ছোট কো অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক নবীন চন্দ্র বাগ ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ সভাটি অনুষ্ঠিত হয় সেহারাবাজার কো অপারেটিভ ব্যাঙ্কের সামনে।
উপস্থিত ছিলেন সভাধিপতি শম্পা ধারা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত,খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ,গলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি,জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি মল্লিক,গোপালবেড়া অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুমার ঘোষ,রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলি,সেহারা গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান সনৎ দে সহ অন্যান্যরা।
No comments