হাবড়া থেকে ডাকাত সন্দেহে গ্রেফতার ২
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
শুক্রবার গভীর রাতে হাবরা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, উত্তর জেলা ২৪ পরগনায় বুদোর হাটি মোড়ের কাজ থেকে হোসেন আকঞ্জি বয়স ২০ নাজমুল বৈদ্য বয়স ২৪ দুজনের বাড়ি সোনাকানিয়া। এদেরকে গতকাল রাতে বুদোর হাটিমোড়ের কাছে ঘোরাফেরা করতে দেখে হাবরা পুলিশের পেট্রোলিং গাড়ি। তৎক্ষণাৎ দুজনকে আটক করে হাবরা থানা পুলিশ। এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার হয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে কে বা কারা এদের সাথে যুক্ত আছে। অভিযুক্তদের শনিবার বারাসাত আদালতে পাঠানো হয়।
No comments