DYFI এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গঙ্গারামপুরে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: DYFI-এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে DYFI ও SFI এর যৌথ উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে বিলি করা হলো সব্জি। মঙ্গলবার এই সব্জি বিলির আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর চৌপথী এলাকায় অবস্থিতি SFI দলীয় কার্যালয়ের সামনে।
এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্যদিয়ে পালন করা হয় DYFI-এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন DYFI গঙ্গারামপুর লোকাল কমিটির সভাপতি পাপন সরকার,গঙ্গারামপুর লোকাল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত,DYFI জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সনাতন বর্মন,SFI গঙ্গারামপুর আঞ্চলিক কমিটির সভাপতি সহরপ সরকার,কলেজ ইউনিটের সম্পাদক সম্রাট সন্ন্যাসী,লতিকা রহমান সহ আরো অনেকে। এদিনের সব্জি বিলি অনুষ্ঠান থেকে গঙ্গারামপুরের ১৫০টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হরেক রকমের সবজি। প্রসঙ্গত আজ ৯ই জুন বাম ছাত্র সংগঠন DYFI ৫৩ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর এই দিনটিকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মধ্যে দিয়ে পালন করে থাকে DYFI এর দলীয় কর্মীরা। কিন্তু এবারে করোনা মোকাবিলায় চলছে লকডাউন।সেই কথা মাথায় রেখে এবারে ৫৩ তম প্রতিষ্ঠা দিবসে দুঃস্থ মানুষের মধ্যে সবজি বিলির আয়োজন করা হলো DYFI ও SFI এর যৌথ উদ্যোগে। সেই মতো মঙ্গলবার গঙ্গারামপুর চৌপথীতে একটি কর্মসূচির মধ্যে দিয়ে ১৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে বিলি করা সবজি।
No comments