তৃণমূল কংগ্রেসের এসসি সেলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক এবং বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিককে সম্বর্ধনা জ্ঞাপন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ান দিঘি প্রীতিলতা মঞ্চে বর্ধমান ১ নম্বর ব্লকের ভূমিপুত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের SC সেলের রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলিগুপ্ত তা, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ হারাধন, তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া থেকে সুখেন্দু কোনার,তৃণমূল মহিলা সংগঠনের পক্ষ থেকে রিনু দে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভিক্টর ব্যানার্জি সহ সকল কর্মাধ্যক্ষ বৃন্দ। এছাড়াও এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা মালিক ও সহ-সভাপতি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবনারায়ণ গুহ।অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের জানান তিনি এই ব্লকের ভূমিপুত্র তিনি এই সম্বর্ধনা পেয়ে খুশি আগামী দিনের যে কোনো সাহায্যের দরকার হলে তিনি তা করতে প্রস্তুত।
অল্প কিছুদিন আগে ভিডিও কনফারেন্সে সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি হিসাবে উজ্জ্বল বাবুর নাম ঘোষণা করেন।
No comments