Recent comments

ads header

Breaking News

অমিত শাহ এর ভার্চুয়াল সভার সাক্ষী থাকলেন সাংসদ সুকান্ত মজুমদার

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা বাজিয়ে জোরদার ভার্চুয়াল প্রচার সভা করলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি দলের প্রাক্তন সভাপতি অমিত শাহ।

সারা রাজ্যের পাশাপাশি অমিত শাহের ভার্চুয়াল সভা নিয়ে সাজো সাজো রব দক্ষিন  দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ের পাশাপাশি খোদ বালুরঘাটের বিজেপি সাংসদের অফিস ঘরে৷ মঙ্গলবার সকালে সোসাল মিডিয়ার বিভিন্ন  স্ক্রিনে অমিত শাহের ভার্চুয়াল সভা দেখলো দক্ষিন দিনাজপুর জেলার সাংসদ সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। জেলাজুড়ে প্রতিটি ব্লকের মানুষকে অমিত শাহের জনসভা অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

জেলার একমাত্র সাংসদ তথা  জেলার বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানান ভার্চুয়াল সভার মাধ্যমে দেশে নতুন ইতিহাস তৈরি করল বিজেপি। এমন সভা আয়োজনের ফলে খরচের পরিমাণ বহুলাংশে কমে এসেছে। সারা দেশের মানুষের পাশাপাশি অমিত শাহের সভা আমাদের জেলাতেও প্রায় পাচ লক্ষ মানুষ দেখছে। জেলার প্রতিটি ব্লকে টিভি, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে এই সভা দেখার ব্যবস্থা করা হয়েছিল। এককথায় বলতে গেলে আজকের এই অমিত শাহের ভার্চুয়াল সভা আগামী বিধানসভা ভোটের লড়াইয়ে কর্মী সমর্থকদের কাছে বলেন বিরাট অনুপ্রেরনা যোগাবে বলেই জেলা বিজেপি নেতৃত্বের ধারনা।

No comments