কুশমন্ডির পর এবার গঙ্গারামপুর ব্লকে শক্তিবৃদ্ধি ঘটলো বিজেপির
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: তপন কুশমন্ডির পর এবার গঙ্গারামপুর ব্লকে শক্তিবৃদ্ধি ঘটলো বিজেপির। আজ রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত ঠেঙ্গাপাড়া এলাকায় তৃণমূল ও সিপিআইএম ছেড়ে প্রায় 30 টি পরিবার বিজেপিতে যোগদান করলেনl এদিন থানাপাড়ায় বিজেপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার মহাশয়l পাশাপাশি বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় ও সড়ক চৌধুরী সহ একাধিক জেলা নেতৃত্ব এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনl আগত ওই ত্রিশটি পরিবারের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ডঃ সুকান্ত মজুমদার মহাশয়l প্রসঙ্গত উল্লেখ্য বিগত সপ্তাহেই কুশমন্ডি ব্লক থেকে পাশাপাশি গঙ্গারামপুর ব্লকের বেশকিছু বিরোধী দলের সমর্থক দল ত্যাগ করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই পুনরায় আজ গঙ্গারামপুর ব্লক এ বিজেপির শক্তিবৃদ্ধি ঘটলো। বিধানসভা ভোটের আগে বিজেপির এই শক্তিবৃদ্ধি অনেকটাই কর্মীদের মনোবল বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
No comments