Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমানের পলেমপুর সাউথ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের পলেমপুর সাউথ পয়েন্ট স্কুলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবিরের। উন্নত এই দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্ত দান করেন। আজ বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদের সহ, সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই হলো এই দিবসের মূল উদ্দেশ্য। রক্ত দান মহৎ দান। 
আজ বিশ্ব রক্তদাতা দিবসে, রক্তদান শিবিরের আয়োজন করেন পূর্ব বর্ধমানের,  দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কতৃপক্ষ। সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদাতারা তাঁদের মূল্যবান রক্ত দান করেন ওই রক্তদান শিবিরে। রক্তদান শিবিরের উদ্ভোধক ছিলেন শ্রী নবীন কুমার সাহা(ডি আই জি, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার )। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ভট্টাচার্য, দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সেখ হালিম, বিশিষ্ট সমাজসেবী শ্রী যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য, ট্রাস্টের সভাপতি সেখ আজিমুদ্দিন, ট্রাস্টের সম্পাদক আমিরুল আলী, সেহারাবাজার আল আমিন মিশনের সম্পাদক, এবং দক্ষিণ দামোদর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা সফিকুল  ইসলাম সহ ট্রাস্টের কর্মীবৃন্দরা।  

No comments