Recent comments

ads header

Breaking News

বিশ্ব রক্তদান দিবসে রক্তদান শিবির আয়োজন করে প্রয়াত সাংবাদিক রনি রায়কে সম্মান জানালো বারাসাতের "সমন্বয়"

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
লকডাউনের শুরুর সময় থেকে তিরাশি(৮৩) দিন ধরে লড়াই সংগ্রাম করা সংগঠনের নাম " সম্মন্বয়"। নিরন্ন, অর্ধাহারে অনাহারে,থাকা সুন্দরবনের প্রান্তিক মানুষ বা শহুরে না বলা দুঃখ পীড়িত মানুষ গুলির কাছে সম্মন্বয় আজ এক জীবন্ত জীবনরেখা। বারাসাতের এই অরাজনৈতিক সংগঠনের প্রাণপাত করা প্রান্তিক মানুষদের জন্য লড়াই সত্যই আদর্শ, অনুকরণীয়।সেই সম্মন্বয় আজ বিশ্ব রক্তদান দিবসে বিশ্ববরেণ্য আলোকচিত্রী রনি রায়ের অকাল প্রয়াণ স্মরণ করলো রক্তদানের মধ্যে দিয়ে।করোনার করাল গ্রাসে থেমে যাওয়া রনির তাজা মন কে  সাধারণের মধ্যে উদ্দীপিত করতে তাদের এই প্রয়াস।শতাধিক রক্তদাতা দের হাতে তাই তুলে দেওয়া হলো চারা গাছ।উদ্যোক্তাদের পক্ষে আমফানে ক্ষতিগ্রস্ত গাছের বদলে আরও অনেক গাছকে তারা মূলমন্ত্র করলো এই রক্তদানে।মুখমন্ত্রীর মুখে রনির মৃত্যুর দুঃখ প্রকাশ করার কথা সবার জানা,কিন্তু আজ রক্তদান করে সম্মন্বয় এর নীরব স্বীকারোক্তি,  "তুমি ঘুমাও আমরা জেগে আছি।

No comments