Recent comments

ads header

Breaking News

বিশ্ব রক্তদান দিবসে ৫৪ বছর বয়সে ৭৮ বার রক্ত দিয়ে নজির গড়লেন বালুরঘাটের এই দমকল কর্মী

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: আজ বিশ্ব রক্তদান দিবস। রক্তদানের মত মহৎ জন জাগরন আন্দোলন কে এগিয়ে নিয়ে যেতে জেলার মধ্যে সব চেয়ে বেশি বার স্বেচ্ছায় রক্তদান করে গড়লেন  মানবতার  অনন্য নজীর বালুরঘাট দমকল বিভাগের কর্মী প্রদীপ সাহা।। আজ 14 ই মেয়ে বিশ্ব রক্ত দিবসে জেলার এমন এক যোদ্ধা কে খুঁজে পাওয়া গেছে যিনি তার নিজের বয়সের চাইতেও বেশি রক্ত দান করেছে। পেশায় দমকলকর্মী প্রদীপ সাহা বিপর্যয় সময়কালে যেমন নীজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েন। ঠিক তেমনভাবে জেলার রক্ত সংকট মেটাতে  সেইভাবেই সবার আগে ঝাপিয়ে পড়েন তিনি। বালুরঘাট ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন প্রদীপ বাবু তার এই কর্মকাণ্ডে অনেকেই গর্বিত। তিনি জানান ৫৪ বছর তার বয়স কিন্তু তিনি তার জীবন কলে রক্ত দান করেছেন মোট ৭৮ বার। লক্ষ্য মাত্রা ১০০ কোট পেরোনো। আজ এই দিনে রক্ত সংকট মেটাতে যুবসমাজকে আহবান করছেন তিনি।তার এই স্বেচ্ছায় রক্তদান করে অন্যের প্রান বাচানোর প্রয়াসে এগিয়ে আসায় খুশি তার দমকল বিভাগের কর্মী মহল থেকে বালুরঘাট হাসপাতালের রক্তদান বিভাগের আধিকারিক মহল।

No comments