Recent comments

ads header

Breaking News

গঙ্গারামপুরের নারায়ণপুর থেকে পীরপাল যাবার ১২০০ মিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে গঙ্গারামপুরের নারায়ণপুর থেকে পীরপাল যাবার ১২০০ মিটার পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। দীর্ঘ কয়েক বছর পরে পাকা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষজন। 
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা দাস,পঞ্চায়েত কমিটির সদস্য পরেশ বসাক,বাবু দাস,নাটারু রায় সহ আরো অনেকে। এদিন নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন সভাধিপতি লিপিকা রায়। জানা গেছে গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর থেকে পীরপাল যাবার ১২০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশায় ছিল. সামান্য বৃষ্টিতে জল কাদায় ভোরে যেত রাস্তা।  ফলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছিল রাস্তাটি। বহুবার প্রশাসনকে জানিয়ে কোন লাভ হয়নি। রাস্তার দাবিতে এর আগে ভোট বয়কট করেছিল গ্রামবাসীরা। তবুও কোন সুরাহা হয়নি। অবশেষে দীর্ঘ কয়েকবছর পরে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। রবিবার যার শিলান্যাস করলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়. জানা গেছে প্রায় ৪৫ লক্ষ টাকা বয়ে তৈরী হচ্ছে রাস্তাটি। বাইট লিপিকা দীর্ঘ কয়েক বছর পরে রাস্তাটি পাকা হওয়ার ফলে খুশি এলাকার মানুষজন।

No comments